পাইলটের অভাবে বহু বিমান বাতিল করল ভিস্তারা 

পাইলটের অভাব! তাই সোমবার হঠাৎ ভিস্তারার একটি বা ২টি নয়, ৫০ বিমান পরিষেবা বাতিল হল। সূত্রের খবর, মঙ্গলবার এই বাতিল হওয়া বিমানের আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা ৷ এই সংখ্যা ৭০ হতে পারে ৷ বিমানচালকরা তাঁদের মাসিক বেতন নিয়ে খুশি নন ৷ তাই এমন সংকট দেখা দিয়েছে ৷ ভিস্তারার এক মুখপাত্র জানিয়েছেন, গত কয়েক দিনে বহু বিমান পরিষেবা বাতিল করতে হয়েছে ৷ এর নেপথ্যে বিমান কর্মীর অভাব-সহ একাধিক কারণ আছে ৷ এই বাতিল নিয়ে একটি বিবৃতি জারি করেছে বিমান সংস্থা ভিস্তারা ৷ তারা জানিয়েছে, “আমরা সাময়িক বিমানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ আমাদের নেটওয়ার্কে যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক রাখতেই এই সিদ্ধান্ত ৷” বিমান পরিষেবা বাতিলের কারণে ক্ষমা চেয়ে নিয়েছে ভিস্তারা ৷ তবে ঠিক কত সংখ্যক বিমান বাতিল হতে পারে, তা বিস্তারিত জানায়নি তারা ৷

error: Content is protected !!