‌‌বিশ্বভারতীর বিদেশি পড়ুয়াকে অপহরণ

 বিশ্বভারতীর বিদেশি পড়ুয়াকে অপহরণের অভিযোগ উঠল। জানা গেছে অপহৃত ছাত্রের নাম পান্না চা। তিনি মায়ানমারের বাসিন্দা। বিশ্বভারতীর সংস্কৃত বিভাগের পিএইচডি স্কলার ফাইনাল ইয়ারের ছাত্র সে। কী কারণে তাঁকে অপহরণ করা হল, তা স্পষ্ট নয়। জানা গেছে, শান্তিনিকেতনের ইন্দিরাপল্লি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই ছাত্র। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ সাত–আটজন দুষ্কৃতী গাড়ি নিয়ে ওই ভাড়া বাড়িতে চড়াও হয়। সেই সময় এক বন্ধু ছিল ওই ছাত্রের সঙ্গে। জোর করে ছাত্রটিকে গাড়িতে তুলে নিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। ওই ছাত্রের ফোনও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন অপহৃত ছাত্রের বন্ধু। নড়েচড়ে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। থানায় মেল করে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। 

error: Content is protected !!