২৪ ঘণ্টায় সিদ্ধান্ত বদল, বিশ্বভারতী ক্যাম্পাসে এখনই পর্যটক প্রবেশে অনুমতি নয়, ফের বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের

এখনই ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতন আশ্রম পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে না ৷ বিশ্বভারতীর উপাচার্যের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করে বিজ্ঞপ্তি জারি করল কর্তৃপক্ষ । তবে দ্রুত পর্যটকদের প্রবেশাধিকার নিয়ে নিয়ম তৈরি করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে । এছাড়া, কেউ যদি আশ্রম এলাকা ঘুরে দেখতে চান, দুই সপ্তাহ আগে জনসংযোগ আধিকারিককে ইমেল মারফৎ আবেদন করতে হবে ৷ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “বিশ্বভারতী ঘুরে দেখবেন পর্যটকেরা, কিন্তু তার জন্য বেশ কিছু পরিকাঠামো বা নিয়ম তৈরি করতে হবে ৷ যাতে আশ্রম সুরক্ষিত থাকে ৷ তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে কতদূর পর্যন্ত পর্যটকেরা প্রবেশ করতে পারবেন, কোন সময় প্রবেশ করতে পারবেন ইত্যাদি বিষয় ।” আগে বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখতে পারতেন পর্যটকেরা । তবে তা দুপুর ২ টোর পর থেকে আশ্রম ঘুরতে পারতেন । ২০২০ সালে কোভিড পরিস্থিতির সময় থেকে আশ্রম প্রাঙ্গণ পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় ৷ পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও আর পর্যটকদের জন্য আশ্রম খুলে দেওয়া হয়নি ৷ তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে দূরত্ব বেড়েছিল রাজ্য সরকারের । তাই তিনি আর পর্যটকদের জন্য বিশ্বভারতীর দরজা খোলেননি ৷ এরই মাঝে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দেয় ইউনেসকো । বিশ্বভারতী বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয়, যা পঠনপাঠন চলা অবস্থাতেই এই তকমার অধিকারী হয়েছে ৷ ২১ মার্চ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে ‘ওয়ার্ল্ড হেরিটেজ ও টুরিজম’ শীর্ষক একটি আন্তর্জাতিক আলোচনা ছিল ৷ সেই আলোচনায় অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর নতুন স্থায়ী উপাচার্য প্রবীরকুমার ঘোষ । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করেছিলেন পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে হেরিটেজ প্রাঙ্গণ ৷ এই ঘোষণার পর শোরগোল পড়ে গিয়েছিল ৷ দীর্ঘ ৫ বছর পর আশ্রম প্রাঙ্গণ খোলার ঘোষণা হয়েছিল ৷ কিন্তু, এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল বিশ্বভারতী কর্তৃপক্ষের ৷ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানিয়ে দেন, এখনই পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে না আশ্রম প্রাঙ্গণ ৷ এর কারণ হিসাবে বিশ্বভারতীর যুক্তি, আশ্রম প্রাঙ্গণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ৷ তবে তা পর্যাপ্ত পরিকল্পনা, পরিকাঠামো ও নিয়ম তৈরি করার পর ৷ কারণ, ইউনেসকোর একটি নির্দিষ্ট গাইড লাইন আছে ৷ সেগুলি মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷ তবে দ্রুত পর্যটকদের জন্য খোলা হবে হেরিটেজ এলাকা ৷ কত দূর পর্যন্ত পর্যটকেরা যেতে পারবেন তাও নির্দিষ্ট করে দেওয়া থাকবে ৷ এছাড়া, কেউ যদি শান্তিনিকেতন আশ্রম এলাকা ঘুরে দেখতে চান তাহলে কমপক্ষে দুই সপ্তাহ আগে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিককে ইমেল মারফত আবেদন করতে হবে । pro@visva-bharati.ac.in এই ইমেল আইডে আবেদন করতে পারবেন পর্যটকেরা ৷ অনুমতি পেলে তবেই আশ্রমের কোর জোন ঘুরতে পারবেন পর্যটকেরা ।

error: Content is protected !!