আগামীকাল সন্ধ্যায় হাওড়ায় ২ ঘণ্টার জন্য বন্ধ জল সরবরাহ

আগামীকাল সন্ধ্যায় ২ ঘণ্টার জন্য জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়। হাওড়া পুরসভার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, পদ্মপুকুর জলপ্রকল্পের বোটানিক্যাল গার্ডেন পাম্প হাউসের  বিকল পাম্প সারানোর জন্যই ওই সময়টুকু জল সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জল বন্ধ থাকবে। ১৯ নভেম্বর, শনিবার সকাল ৬টা থেকে স্বাভাবিক হতে পারে পরিষেবা। এই নির্দেশিকা পুরসভার সবকটি ওয়ার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য।

error: Content is protected !!