করোনার জের, এখনই ভোট হচ্ছে না জঙ্গিপুর ও সামশেরগঞ্জে, জানাল নির্বাচন কমিশন

করোনা সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের নির্বাচন। এই দুই কেন্দ্রের প্রার্থীই প্রয়াত হন করণের কারণে। যারফলে নির্দিষ্ট দিনে নির্বাচন গ্রহণ স্থগিত হয়েছিল। গত ২৬ এপ্রিল এই দুই কেন্দ্রে নির্বাচনের কথা ছিল। কিন্তু ১৫ এপ্রিল-ই প্রয়াত হন সামশেরগঞ্জ আসনের প্রার্থী। ১৩ মে ওই দুই কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করা হয়। আরএসপির প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয় ১৬ এপ্রিল। এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী তিনি। নির্বাচন কমিশন জানিয়েছিল, এই দুই কেন্দ্রে ভোট হবে আগামী ১৬ মে।

error: Content is protected !!