বাতিল একাদশ শ্রেণীর পরীক্ষা, নিজের স্কুলেই হবে উচ্চমাধ্যমিক

করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা শিক্ষা দফতরের। উচ্চশিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা এই করোনা পরিস্থিতিতে পরীক্ষা দিতে পারবেন হোম সেন্টারে। অর্থাৎ পরীক্ষা দিতে বাইরের কোনও কেন্দ্রে যেতে হবে না তাদের।  এখনও পর্যন্ত মনে করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে আগামী ১৫ জুন। শিক্ষা দফতর অবশ্য পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত বিবেচনা করতে পারে। শিক্ষা দফতরের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে,  করোনা পরিস্থিতির উপর সংসদ নিয়মিত নজর রাখছে। প্রয়োজনে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলকেই জানিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা মাথায় রেখেই বাতিল হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিও। আগে কথা ছিল উচ্চমাধ্যমিক হবে সকাল ১০টা থেকে ১টা ১৫মিনিট পর্যন্ত। নতুন বিবৃতি অনুযায়ী ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়।  চলবে দুপুর  ৩টে ১৫ মিনিট পর্যন্ত।