৮২৪ কেজি গাঁজা বোঝাই ট্রাক উদ্ধার করল এসটিএফ, গ্রেপ্তার পাঁচ পাচারকারী

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার শিবতলা এলাকায় গাঁজা বোঝাই ট্রাক উদ্ধার করল এসটিএফ। ওই ট্রাকটি থেকে ৮২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে এসটিএফ জানতে পারে রবিবার রাতে গাঁজা ভরতি একটি লরি মণিপুর থেকে পূর্বস্থলীতে আসছে। এরপরেই কালেখাঁতলা ২ পঞ্চায়েতের শিবতলা এলাকার মরণ বালার বাড়ির সামনে নজরদারি চালানো হয়। ওই এলাকায় একটি ট্রাক ওই বাড়ির সামনে দাঁড়াতেই স্পেশ্যাল টাস্ক ফোর্সের আধিকারিকরা অভিযানে নামেন। তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণ গাঁজা। ওই ট্রাক থেকে ৮২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা উদ্ধারের পরই ট্রাকচালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়। এরপরেই ওই এলাকা থেকে মরণ বালা এবং তার ছেলে শুভকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কারণ, তারা দু’জনে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত। তদন্তকারীরা জানান, জেরায় গাঁজা পাচারের কথা স্বীকার করে নেয় দু’জনে। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়। কয়েক বছর আগেও ওই দুই গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করে পূর্বস্থলী থানার পুলিশ।