পরবর্তী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মোদি
উন্নত ভারতের পক্ষে ফের একবার জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আগামী ২৫ বছর ভারতবর্ষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশকে উন্নতি এবং প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। দেশকে সঠিক দিশা দেখাতে সক্ষম কেন্দ্রের বিজেপি সরকার। যেকোনও কঠিন সিদ্ধান্ত নিতে তারা কোনও দ্বিধাবোধ করে না। আগামী ২৫ বছর দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অমৃতকালের এই সময়ে ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে এক নিদর্শন হিসাবে থাকবে। সর্দার প্যাটেলের নীতিকে সামনে রেখে দেশের উন্নতিতে যা কিছু করার বিজেপি তা করবে বলে এদিন ফের একবার জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরে আর্টিকেল ৩৭০-র কথা টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন কেউ এই ধরনের চিন্তাভাবনা করতেই পারত না। কিন্তু বর্তমানে তা করে দেখিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। বিরোধীদের কথা টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের উচিত সরকারের কাজে সমর্থন করা। কিন্তু তারা তা না করে কেন্দ্রের উন্নয়নমূলক কাজের সমালোচনা করতে ব্যস্ত। ফলে প্রতিটি পদে দেশের উন্নতি ব্যহত হচ্ছে। ভারতকে বিশ্বের দরবারে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়ার কাজে আগামী ২৫ বছর সকলকে মিলে কাজ করতে হবে এদিন ফের একবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।