
‘তাঁর দেওয়া বাণিজ্য-প্রস্তাবেই ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি’! ফের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতি প্রসঙ্গে আবারও মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি দাবি করেছিলেন, যুদ্ধ না থামালে বাণিজ্যেও না, হুঁশিয়ারি দেওয়াতেই শেষপর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। এবার ফের একই দাবি করতে দেখা গেল তাঁকে। কাতার থেকে ট্রাম্পের দাবি, ”আমরা বাণিজ্য নিয়ে কথা বলেছিলাম। এতে পাকিস্তান খুশি হয়েছিল। ভারতকেও খুশি দেখলাম। তখনই বুঝতে পেরেছিলাম বিষয়টা ঠিক পথেই এগোচ্ছে।” ট্রাম্প বলেন, ”আমি বলতে চাই না, কিন্তু বলছি তবুও। গত সপ্তাহে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধানে অনেকটাই সহায়তা করেছি। যেটা ক্রমেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছিল।” সেই সঙ্গেই তিনি বলেন, ”আমরা বাণিজ্য নিয়ে কথা বলছিলাম। এতে পাকিস্তান খুশি হয়েছিল। ভারতকেও খুশি দেখলাম। তখনই বুঝতে পেরেছিলাম বিষয়টা ঠিক পথেই এগোচ্ছে।” পাশাপাশি তাঁর দাবি, ”হাজার বছর ধরে ওরা লড়ে চলেছে। তবে আমি জানতাম আমি ওদের থামাতে পারি। না হলে বিষয়টা হাতের বাইরে চলে যেত।” এই ধরনের দাবি তিনি আগেও করেছেন। এর আগে ট্রাম্পের দাবি ছিল, তিনিই সংঘর্ষবিরতির মধ্যস্থতা করেছেন। বলেছিলেন, “গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।” সেই সঙ্গেই তাঁর দাবি, “পরমাণু শক্তিধর দুই দেশকে চাপ দিয়ে সংঘর্ষবিরতি করেছি। যুদ্ধ না থামালে বাণিজ্যেও না, হুঁশিয়ারি দিয়েছিলাম। তাতেই কাজ হয়েছে।” এবারও একই কথা বলতে শোনা গেল ট্রাম্পকে।