‘গঙ্গায় ছুঁড়ে ফেলব আমাদের পদক’, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের মাঝে ঘোষণা কুস্তিগীরদের

যৌন হেনস্থায় অভিযুক্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের শাস্তির দাবিতে প্রতিবাদের মাঝে এবার আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে লড়াই করে জিতে আনা পদক গঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ঘোষণা করলেন আন্দোলনকারী কুস্তিগীররা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হরিদ্বারে গঙ্গা নদীতে তাঁরা পদক নিক্ষেপ করবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার আন্দোলনকারী কুস্তিগীরদের সম্মিলত সিদ্ধান্তের কথা টুইটারে জানিয়েছেন কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক। একটি বিবৃতি প্রকাশ করে তাঁরা জানিয়েছেন তাঁদের কথা যদি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না শোনেন তবে, মঙ্গলবার গঙ্গা নদীতে নিজেদের জিতে আনা পদক ছুঁড়ে ফেলবেন তাঁরা। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আজ সন্ধ্যা ৬টায় হরিদ্বারের গঙ্গা নদীতে আমাদের পদক ছুঁড়ে ফেলব।’

error: Content is protected !!