কলকাতা সহ জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি!

আগামী সপ্তাহের গোড়ায় কিন্তু আবহাওয়া অন্য রূপ নেবে। জেলায় জেলায় হবে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এমনকী কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বদল আগামিকাল থেকেই দেখা যাবে। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার কারণেই অস্বস্তি সূচক থাকবে উপর দিকে। তবে কলকাতায় কাল ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। আজ সকালে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে, তবে পরে আংশিক মেঘলা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী সপ্তাহে। শহরের আকাশে মেঘ জমবে রবিবার থেকে। আবহাওয়াবিদদের অনুমান সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে সোম থেকে বৃহস্পতি ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়ার সঙ্গেই চলবে বৃষ্টিপাত। তবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গের মানুষকে খুব একটা স্বস্তি দেবে না, কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে বেশির দিকেই। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

error: Content is protected !!