শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহ শেষে দুর্যোগ ঘনাচ্ছে বঙ্গে ৷ আজ ও কাল বাংলার আকাশে অকাল বর্ষার সম্ভাবনা ৷ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্পে ভরা বাতাস ঢুকছে ৷ এর ফলে উত্তরবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ৷ এই অক্ষরেখাটি বিহার ঝাড়গ্রামের উপর দিয়েও গিয়েছে ৷ পাশাপাশি মধ্যপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর প্রভাবে শুক্র ও শনিবার উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে ৷ এই বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইবে ৷ বৃষ্টির ফলে উত্তরবঙ্গে ফসল এবং চা বাগানের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস ৷ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় গরম ও অস্বস্তি যথেষ্ট অনুভূত হয়েছে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় আগামী দু দিনের পূর্বাভাসে জানিয়েছেন শুক্রবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ৷ এর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে ৷ শনিবার পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে ৷একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত গিয়েছে ৷ এই অক্ষরেখাটি বিহারঝাড়খণ্ডের উপর দিয়েও গিয়েছে ৷ পাশাপাশি মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ কলকাতা ও তার আশপাশের অঞ্চলে শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হইতে পারে ৷ আগামিকাল শনিবারেও ঝড়বৃষ্টির কথা জানিয়েছেন সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় ৷ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা ৷ এর সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে ৷ কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে ৷ শিলাবৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ৷ আজ শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ৷ শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঘণ্টায় 3040 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে ৷ দক্ষিণের মতো উত্তরবঙ্গেও আজ ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ দমকা ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরে প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে ৷ শনিবারও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ৷ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ৷ রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে ৷