দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু ঝড়-বৃষ্টি! সঙ্গে শিলাবৃষ্টি

 বঙ্গের আকাশে হাজির হতে চলেছে কালবৈশাখী ঝড়। দিনের বেলা গরমে রীতিমতো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল সাধারণ মানুষের। মার্চের মাঝামাঝি সময়েই আবহাওয়ার এই পরিস্থিতি হলে আগামীতে কী হবে ! তা নিয়ে চিন্তায় পড়েছিলেন সাধারণ মানুষ। এবার কালবৈশাখী ঝড়ের হাত ধরে স্বস্তি আসতে পারে বঙ্গের আবহে । আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপকূলে। সেইসঙ্গে বায়ুপ্রবাহের অনুকূল পরিস্থিতি। ফলে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে। এর জন্য মৎস‍্যজীবীদেরও সতর্ক করা হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল হতে পারে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু বৃষ্টি-

  • বৃহস্পতিবার ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে। হাওয়ার বেগ থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার।
  • আগামিকাল শুক্রবারও একই পরিস্থিতি। ঝড়-বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং হাওড়ায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এমনকী শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতেও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হাওয়ার বেগ কিছুটা কম থাকবে বাকি জেলাগুলিতে। এদিন আবার আইপিএল-এর উদ্বোধন এবং অনুষ্ঠান। সেই অনুষ্ঠান এবং খেলা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

  • আজ আপাতত শুষ্ক আবহাওয়া থাকলেও বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
  • আগামিকাল এবং পরশু অর্থাৎ শুক্র ও শনিবার উত্তরের সবক’টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে হাওয়ার বেগ বেশি হতে পারে।
error: Content is protected !!