
একধাক্কায় তাপমাত্রার পারদ নামল ৩ ডিগ্রি
বৃষ্টির রেশ কাটতেই বঙ্গে ফিরল শীতের অনুভূতি। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই হু হু করে ঢুকেছে উত্তুরে হাওয়া। তারই হাত ধরে এক রাতের মধ্যেই তাপমাত্রার পারদ নামল এক ধাক্কায় ৩ ডিগ্রি। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার পারদ আরও নামবে বলেই পূর্বভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হবে। পাশাপাশি, আজও দিনভর উত্তুরে হাওয়ার দাপট থাকবে। ফলে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন বঙ্গবাসী বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের মতে, এটাই শীতের শেষ স্থায়ী শেষ ইনিংস। যা শেষ হতে পারে ১ ফেব্রুয়ারি। সেদিন থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মাঝারি বৃষ্টিপাতে সামান্য শীত থাকলেও দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্য থেকে পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত। দাপট কমবে কনকনে উত্তুরে বাতাসের। সেই জায়গা নেবে দখিনা বাতাস। রাজ্যে আগমন হবে বসন্তের। তামিলনাড়ুর উপরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে সরস্বতী পুজোয় বৃষ্টি হতে পারে। উত্তরের পাশাপাশি দক্ষিণেও হবে বৃষ্টি। তবে সপ্তাহান্তে রাজ্যে পারদ পতন হলেও, কলকাতায় শীত ততটা জোরালো না–ও হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।