
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ। বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করায় ৩ ও ৪ নভেম্বর উত্তুরে হাওয়ার প্রভাব ফিকে। পূবালী বাতাসের প্রভাব বিস্তার। ৬ নভেম্বর থেকে ফের হাওয়া বদল। কমবে জলীয় বাষ্প। নামবে তাপমাত্রা। অনুভূত হবে শুষ্ক শীতের আমেজ। উত্তরবঙ্গে পার্বত্য দুই জেলা বাদে খটখটে শুকনো এবং শুষ্ক আবহাওয়া।