রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হল নতুন টেলি অ্যাকাডেমি

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হল নতুন টেলি অ্যাকাডেমি। এই অ্যাকাডেমিতে শেখানো হবে অভিনয়, টিভি সাংবাদিকতা, ডিরেকশন অ্যান্ড প্রোডাকশন, কন্টেন্ট রাইটিং, আর্ট ডিরেকশন। চলতি বছরের মার্চেই উদ্বোধন করা হবে এই অ্যাকাডেমির। বারুইপুরে ১০ একর জমির উপর তৈরি ‘ওয়েস্ট বেঙ্গল টেলি অ্যাকাডেমি’। রাজ্যের এক উচ্চপদস্থ আমলা জানান, মার্চ মাসের শুরুতেই এই অ্যাকাডেমির উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে কেএমডিএ-র তত্ত্বাবধানে হয়েছে এই টেলি

অ্যাকাডেমি নির্মাণের কাজ । ১৩২.৫ কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই টেলি অ্যাকাডেমি। ৪টি অত্যাধুনিক স্টুডিও রয়েছে এখানে। যেখানে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ-সহ বিভিন্ন অনুষ্ঠানের শুটিং হবে । পোস্ট গ্রাজুয়েট ও ডিপ্লোমা কোর্স করানো হবে এই অ্যাকাডেমিতে। ৪২ জন করে এই কোর্সে ভর্তি হতে পারবেন । হাতে কলমে প্রশিক্ষণের কাজ শেখানো হবে অ্যাকাডেমিতে এমনটাই জানা গিয়েছে । শিক্ষার্থীদের থাকার জন্য হোস্টেলও তৈরি করা হচ্ছে ।

error: Content is protected !!