তারিখ জানলেই খুঁজে বের করা যাবে যে কোনও পুরনো মেসেজ, নয়া ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

বহুদিন আগেকার মেসেজ। কিন্তু তাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। এখনই দরকার। এমন ক্ষেত্রে চ্যাট ধরে স্ক্রল করতে থাকা বেশ বিরক্তিকর। অনেক সময়ে ঠিক কী লিখে সার্চ করলে তা খুঁজে পাওয়া যাবে, সেটাও মনে পড়ে না। এমনই যদি হয়, সেক্ষেত্রে একটি ভিন্ন উপায়ও আনছে হোয়াটসঅ্যাপ। মেটা-পরিচালিত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন ফিচার আপডেট এসেছে। একমাত্র আইওএস ইউজারদের জন্যই এই ফিচার আপডেট দিচ্ছে। তবে আপাতত কিছু বিটা ইউজারদের জন্য এই ফিচার আপডেট উপলব্ধ করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের সাহায্যে আপনি সহজেই যে কোনও হোয়াটস্যাপ মেসেজ পেয়ে যাবেন তারিখ টাইপ করলেই।    ডব্লুএবিটাইনফো (WABetaInfo) টুইট করে এই কথা জানিয়েছে। সেই সঙ্গে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের লিঙ্কও শেয়ার করা হয়েছে। লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটা ফর আইওএস ২২.২৪.০.৭৭ আপডেট (WhatsApp beta for iOS 22.24.0.77 Update) আপনাকে ডাউনলোড করতে হবে। একবার আপডেট ইনস্টল করা হয়ে গেলে হোয়াটসঅ্যাপ বিটা ইউজার যে কোনও কথপোকথনে (Conversation) গিয়ে সংশ্লিষ্ট তারিখ টাইপ করে যে কোনও মেসেজ সহজেই খুঁজে ফেলতে পারবেন। এই ফিচার আপনার হোয়াটসঅ্যাপে এলে ক্যালেন্ডার আইকন দেখতে পাবেন আপনি। 

error: Content is protected !!