করোনার উৎসের খোঁজে উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র প্রতিনিধি দল
চিনের উহান শহরের হুনান ফুড মার্কেট পরিদর্শন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র প্রতিনিধি দল। তাঁরা সমগ্র বাজার সরেজমিনে খতিয়ে দেখলেও কোনও মন্তব্য করেননি। বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী, এখানকার পাইকারি সি-ফুড সেন্টারই করোনার উৎসস্থল।হু-র পর্যবেক্ষকদের জানুয়ারির গোড়াতেই উহানে যাওয়ার কথা ছিল। শেষপর্যন্ত তাঁরা এলেন।