মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! বললেন টিকা, কোভিডের ওষুধ, অক্সিজনের ওপর জিএসটি তুললে হিতে বিপরীত হবে

রবিবার সকালে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্জি জানান, টিকা, কোভিডের ওষুধ, অক্সিজনের ওপর থেকে জিএসটি তুলে নেওয়া হোক। কেন সেটা করা সম্ভব নয়, তা বিকেলে টুইট করে ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমান। জানিয়ে দিলেন, টিকার ওপর ৫%‌ কর এবং অক্সিজেন কনসেনট্রেটর, ওষুধের ওপর ১২%‌ কর চাপানো জরুরি। কারণ একমাত্র তাহলেই জিনিসগুলোর দাম কম থাকবে। কেন এ রকম বলছেন তিনি?‌ ১৬টি টুইট করে বুঝিয়ে দিলেন। তাঁর যুক্তি, ‘‌জিএসটি-তে পুরো ছাড় দেওয়া হলে এই দ্রব্যের দেশি উত্‍পাদনকারীরা নিজেদের কাঁচামাল বা পরিষেবার জন্য যে কর দেয়, তা আর দিতে সক্ষম হবে না। তারা তখন জিনিসের দাম বাড়িয়ে গ্রাহকদের থেকেই তা আদায় করবে।’‌ টুইটে নির্মলা আরও দাবি করেন, আমদানি শুল্ক এবং স্বাস্থ্য সংক্রান্ত সেসের ক্ষেত্রে ছাড়ের ঘোষণা আগেই করেছে কেন্দ্র। এছাড়া বিদেশ থেকে যে সব অনুদান পাঠানো হচ্ছে, সেই সব সরঞ্জামের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের (আইজিএসটি) ছাড়ের বিষয়টিও গত ৩ মে ঘোষণা করা হয়েছে। এদিন মমতা ফের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। দাবি তোলেন, করোনার জেরে দেশে তৈরি হয়েছে ভয়াবহ খারাপ অবস্থা। আর এমন সঙ্কটের সময় কোভিডের চিকিত্‍সায় যেসব ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে সেগুলিকে অবিলম্বে করমুক্ত ঘোষণা করা হোক। তারই জবাব দিলেন মমতা।

error: Content is protected !!