সরশুনায় আর্থিক অনটনে আত্মহত্যার চেষ্টা প্রাক্তন পুলিসকর্মীর, আত্মঘাতী স্ত্রী
সরশুনায় আর্থিক অনটনে দম্পতির আত্মহত্যার চেষ্টা। ৬১ বছরের স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা চিকিৎসকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্বামী। রবিবার ঘটনাটি ঘটেছে সরশুনার কাষ্ঠডাঙা রোড এলাকায়। সূত্রের খবর, সরশুনার কাষ্ঠডাঙায় অবসরপ্রাপ্ত পুলিসকর্মী পরিতোষ কুন্ডু তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন। মাঝে মধ্যেই বাড়িতে অশান্তি হত। রবিবার সকালে ছেলে অভিষেক কুন্ডু বাড়ি থেকে বেরোতেই ওই দম্পতি আত্মহত্যার চেষ্টা করে। বছর ৬৫-এর পরিতোষ গলায় দড়ি দেন এবং তাঁর স্ত্রী রমলা অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।