
রাজনৈতিক দলের সদস্য হোক, কোনও সংগঠনের হোক, আমরা দেখব না, দোষীদের পাতাল থেকেও খুঁজে আনব: জাভেদ শামিম
দীর্ঘ অশান্তির পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকায় রবিবার থেকে শান্তি ফিরতে শুরু করেছে। পুলিশকে নিয়ে এখনও এলাকায় এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের আধিকারিকেরা বারবার জরুরি বৈঠক সেরে নিচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, শনিবার বিকেলের পর থেকে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, জঙ্গিপুর শান্তিপূর্ণ আছে। পুলিশ পোস্টিং পিকেটিং চলছে। খুব শীঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি।সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুটা আশ্বস্ত করলেন এডিজি, আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তবে শান্তিপ্রতিষ্ঠার পথে গুজব বড় শত্রু বলে মন্তব্য করলেন তিনি। অর্থাৎ এলাকার পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক হতে শুরু করলেও গুজব আটকানো যাচ্ছে না, তা স্বীকার করে নিলেন পুলিশকর্তা। সেইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, ”গুজব ছড়ানোয় কোনও রাজনৈতিক দলের সদস্য হোক, কোনও সংগঠনের হোক, আমরা দেখব না। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। দরকারে পাতাল থেকে খুঁজে বের করে আনব দোষীদের। কিন্তু শাস্তি দেবই।” জাভেদ শামিম আরও জানান, ”খুব শীঘ্রই ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে আনা হবে। মালদহ, মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন সেই কাজ করছে। শান্তিপূর্ণ কিন্তু এখনও স্বাভাবিক নয় পরিস্থিতি। কারণ গুজব। সেই কারণে ইন্টারনেট আরও দুদিন বন্ধ রাখা হচ্ছে। গুজব ছড়ানো বন্ধ করাটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। যেখানে খবর আসবে, আমাদের জানান, আমরা ব্যবস্থা নেব।”