সংসদের শীতকালীন অধিবেশনের দিন ঘোষণা
সংসদের শীতকালীন অধিবেশনের দিন ঘোষণা হল । ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন । সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু মঙ্গলবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই খবর জানান । মন্ত্রী লেখেন, “ভারত সরকারের সুপারিশ মেনে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন। ২৫ নভেম্বর থেকে শুরু ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। ” পাশাপাশি ২৬ নভেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে সংসদে। ৭৫ বছর আগে এদিনই সংবিধান সরকারিভাবে গৃহীত হয়েছিল। সেই উপলক্ষ্যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সংবিধান সদনের সেন্ট্রাল হলে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ।