তুষারঝড় বিপর্যস্ত আমেরিকা, মৃতের সংখ্যা বেড়ে ৬০, তাপমাত্রা মাইনাস ৪৮

পাঁচ দিন ধরে চলা ‘সাইক্লোন বোমা’ বা তুষারঝড় লন্ডভন্ড পূর্ব আমেরিকা। বড়দিনের উৎসবকে ম্লান করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ এ। সবচেয়ে ক্ষতি হয়েছে নিউইয়র্কের বুফালো এলাকায়। তুষার ঝড়ের দাপটে একরকম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই এলাকা। মারাত্মক প্রভাব পড়েছে বিদ্যুৎ পরিষেবার উপরে।তুষারঝড়ের জেরে পূর্ব আমেরিকার প্রায় ২ লাখ বাসিন্দাকে প্রবল ঠাণ্ডার মধ্যেই বিদুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাতে হচ্ছে।মঙ্গলবার সন্ধ্যার আগে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম, জানিয়েছে মার্কিন প্রশাসন। কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নিচে চলে গিয়েছে। রাস্তায় জমে গিয়েছে ৮ ফুট পুরু বরফ। পরিস্থিতি স্বাভাবিক করতে কোমর বেঁধে নেমে পড়েছে মার্কিন প্রশাসন। শুরু হয়েছে বরফ কেটে রাস্তা পরিষ্কারের কাজ। পাশাপাশি চলছে দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করার চেষ্টা।

error: Content is protected !!