ট্রেন না পেয়ে বাসে করেই দিল্লি অভিযানের পথে তৃণমূল
বাসে করেই দিল্লি অভিযানের পথে তৃণমূল৷ মোট ৫০টি বাস নির্দিষ্ট করা হয়েছে এর জন্য৷ এই বাসে করেই নেতা-সমর্থকরা পৌঁছবেন দিল্লিতে৷ সেই বাসের যাত্রা পথে দিল্লিতে পৌঁছবেন জব কার্ড হোল্ডাররা৷ সেখানেই প্রতিবাদ হবে৷ তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন না কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ শনিবার সকাল ৯ঃ৩০ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমায়েত শুরু হয়৷ বেলা ১টা নাগাদ বাস ছাড়বে৷ প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, মোট ৫০টি বাস ছাড়বে৷ সেই মতোই পরিকল্পনা করা হয়েছে৷ মোট চার থেকে পাঁচ হাজার লোক দিল্লিতে যাওয়ার কথা রয়েছে৷ প্রতিটি বাসে থাকবে মেডিক্যাল কিট৷ এ ছাড়াও থাকবে জল, শুকনো খাবার৷ এ ছাড়াও যাত্রা পথের মাঝে নির্দিষ্ট জায়গায় বাস দাঁড়াবে, খাওয়া দাওয়ার জন্য৷ প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে আসানসোল, ধানবাদ থেকে আগ্রা হয়ে দিল্লি পৌঁছবে বাসটি৷ দিল্লিতে বেশ কিছু অতিথিশালা ও পান্থনিবাসগুলিতে তৃণমূলের সভ্যসমর্থকদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে৷ রবিবার দিল্লিতে সকালেই পৌঁছে যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বও৷ সেখানেই চূড়ান্ত হবে আন্দোলনের রূপরেখা৷ তবে দিল্লি যাওয়ার পথে বিজেপি শাসিত রাজ্যের মধ্যে দিয়ে বাস নিয়ে যেতে হবে৷ সেই প্রেক্ষিতে পথেই তৃণমূলের প্রতিবাদীদের আটকানোর সম্ভাবনা থাকতে পারে৷ সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, ‘যদি কোনও বিজেপি শাসিত রাজ্যে যদি বাস আটকানো হয়, তা হলে এই ঘটনার উত্তর রাজনৈতিক ভাবেই দেওয়া হবে৷’ অর্থাৎ রাজনৈতিক লড়াইয়ের উত্তাপ আরও বাড়িয়েই রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷