দাম্পত্য কলহের জেরে স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিল স্ত্রী

দাম্পত্য কলহে রক্তারক্তি। ঝামেলা চলাকালীন রাগে স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিল স্ত্রী। ঘটনাটি ঘটেছে, দিল্লির সুলতানপুরি এলাকায়। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রীর কামড়ে জখম ব্যক্তি। ৪৫ বছর বয়সী ওই যুবককে কানে অস্ত্রোপচারও করাতে হয়েছে। ঘটনাটি দিল্লির সুলতানপুরী এলাকার। আক্রান্ত যুবকের বয়স ৪৫ বছর। থানায় তিনি স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। তাঁর কানে অস্ত্রোপচার করতে হয়েছে চিকিৎসকদের। পুলিশ সূত্রে খবর, গত ২০ নভেম্বর বাড়িতে ছিলেন যুবক। তাঁর সঙ্গে স্ত্রীর কোনও কারণে ঝামেলা চলছিল। যুবক পুলিশকে তাঁর বয়ানে জানিয়েছেন, সে দিন সকালে আবর্জনা ফেলতে বাড়ির বাইরে গিয়েছিলেন তিনি। যাওয়ার সময় স্ত্রীকে ঘর পরিষ্কার করতে বলে যান। অভিযোগ, যুবক ফিরে এলেই ‘অজানা কারণে’ তাঁর সঙ্গে ঝগড়া করতে শুরু করেন মহিলা। বেশ কিছু ক্ষণ ঝগড়া চলার পর ঘর থেকে আবার বেরিয়ে যেতে উদ্যত হন যুবক। সেই সময়েই তাঁর কাছে গিয়ে তাঁর কান কামড়ে ছিঁড়ে নেন স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!