
ঝগড়ার পরে লিভ-ইন পার্টনারকে অপহরণ করে ১০ লক্ষ টাকা দাবি প্রমিকার, গ্রেফতার মহিলা সহ ৫
লিভ-ইন পার্টনারের সঙ্গে ঝগড়া। তার পরেই তাঁকে অপহরণ করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। অভিযোগ, ঝগড়ার পরে বোনের প্রেমিকের সাহায্যে লিভ-ইন পার্টনারকে অপহরণ করেন বছর ২৩-এর এক মহিলা। এই অভিযোগে ওই মহিলা সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনা ওডিশার ভুবনেশ্বরের। ভুবনেশ্বর পুলিশের ডিসিপি জগমোহন মিনা জানিয়েছেন, মঙ্গলবার রাতে খারভেল থানায় অপহরণের একটি অভিযোগ দায়ের করা হয়। ফোন করেছিলেন সোমনাথের বোন অঞ্জিতা নায়েক। ফোন করে জানানো হয়, সোমনাথ সোয়াই নামের ২৮ বছরের এক যুবককে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসাবে ১০ লক্ষ টাকা চেয়ে ফোন করা হয় তাঁকে বলেও জানান অঞ্জিতা। এই নিয়ে তদন্ত শুরু হয়। তদন্তের ভিত্তিতে ওই যুবককে উদ্ধার করার পাশাপাশি পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, খারভেল থানায় ফোন করে অঞ্জিতা নায়েক জানিয়েছিলেন যে সোমনাথের লিভ-ইন পার্টনার প্রাপ্তি শর্মা এই নিয়ে কিছু জানতে পারেন। এর ভিত্তিতে তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের ডেটা খতিয়ে দেখে সোমনাথকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, প্রাপ্তির বাড়ি জামসেদপুরে। গত তিন বছর ধরে ঝাড়পাদায় সোমনাথ তাঁর সঙ্গেই থাকতেন। গত ৩০ তারিখ সোমনাথের সঙ্গে তাঁর লিভ-ইন পার্টনার প্রাপ্তির ঝগড়া হয়। সোমনাথের সন্দেহ হয় যে প্রাপ্তি অন্য কারোর সময়ে সম্পর্ক গড়ে তুলেছেন। এই নিয়ে তাঁদের মধ্যে কথাকাটি হয়। তখন সোমনাথ প্রাপ্তিকে নিগৃহীত করেন বলেও অভিযোগ। এই বিষয়টি প্রাপ্তি জানায় তাঁর বোনের প্রেমিককে। সে এবং আরও তিনজন ওই বাড়িতে এসে, গাড়িতে তুলে নিয়ে যায় সোমনাথকে। তাঁকে একটি হোটেলে রেখে ফোন করা হয় অঞ্জিতাকে। ফোন করে ১০ লক্ষ টাকা দাবি করা হয়।