গোয়ায় ৪ বছরের ছেলেকে খুন করে দেহ ব্যাগে ভরে বেঙ্গালুরু পাড়ি দিল মহিলা!
চার বছরের ছেলেকে খুন করে দেহ লোপাট করার পথে সোমবার রাতে গ্রেফতার হলেন নতুন উদ্যোগ কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা ওই কোম্পানির মালকিন ৩৯ বছরের সূচনা শেঠ তাঁর চার বছরের ছেলেকে খুন করেন বলে অভিযোগ। গোয়ার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে খুন করে ছেলের দেহ ব্যাগে ভরে ট্যাক্সিতে বেঙ্গালুরু যাওয়ার পথে চিত্রদুর্গার কাছে তাঁকে গ্রেফতার করে কর্নাটক পুলিশ। খুনের কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ, স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে। গত শনিবার উত্তর গোয়ার ক্যান্ডোলিম এলাকায় সোল ব্যানিয়ন গ্রান্ডে নামে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ছেলেসহ ভাড়া নিয়ে ঢোকেন সূচনা শেঠ। সোমবার সকালে তিনি চেক আউট করে বেরিয়েও যান।