পোষ্য বিড়ালকে বাঁচাতে গিয়ে আটতলার ছাদ থেকে পড়ে মৃত্যু মহিলার

পোষ্যের প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ গেল মহিলার। বহুতলের আটতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল বছর  মহিলার। জানা গিয়েছে, মৃত যুবতীর নাম অঞ্জনা দাস (৩৬)৷  সোমবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে লেক অ্যাভিনিউ এলাকায় । পুলিশ সূত্রে খবর, ৷ নিজের মায়ের সঙ্গে লেক অ্যাভিনিউয়ের ওই বহুতলের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অঞ্জনা৷ তাঁদের আসল বাড়ি শরৎ বোস রোডে৷ মাত্র এক মাস আগেই টালিগঞ্জের ওই আবাসনে ভাড়া এসেছিলেন তাঁরা৷ তাঁদের অনেকগুলি পোষা বিড়াল ছিল। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই মহিলার বেশ কয়েকটি পোষা বিড়াল ছিল৷ গতকাল থেকেই একটি বিড়ালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ এ দিন সকালে ছাদে গিয়ে ওই মহিলা দেখেন, নিখোঁজ বিড়ালের ছানাটি সাত তলার একটি কার্নিশের উপরে বসে আছে৷ তখনই ছাদ থেকে নেমে ওই বিড়ালটিকে উদ্ধার করার চেষ্টা করেন অঞ্জনা৷ তখনই অসাবধনতা বশত পা ফস্কে সোজা নীচে গিয়ে পড়েন তিনি৷  আটতলা থেকে পড়ে যাওয়ার পরে ওই মহিলাকে স্থানীয়রা স্থানীয় হাসপাতালে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

error: Content is protected !!