নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম মাওবাদী নেত্রী, মাথার দাম ছিল ২৫ লক্ষ

নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত মাওবাদী নেত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায়। মৃতের নাম রেণুকা ওরফে বানু। তাঁর মাথার ছিল ২৫ লক্ষ টাকা। ওই নেত্রী দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির (ডিকেএসজেডসি) সদস্য ছিলেন। তাঁর পাশাপাশি আরও কয়েকজন মাওবাদী এনকাউন্টারে নিহত হয়েছেন বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় মাওবাদী দমনে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সকাল ৯টা থেকে দান্তেওয়াড়ায় মাওবাদী ও বাহিনীর মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। এতে নিহত হন রেণুকা সহ আরও বেশ কয়েকজন মাওবাদী। সূত্রের খবর, রেণুকা মাওবাদীদের মিডিয়া সেলের ইনচার্জ ছিলেন। তিনি তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলার বাসিন্দা ছিলেন। সংঘর্ষস্থল থেকে মাওবাদী নেত্রীর দেহ, একটি রাইফেল, অন্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে বস্তার এলাকায় এনকাউন্টারে ১১৯ জন মাওবাদী নিহত হয়েছেন।

error: Content is protected !!