উত্তরাখণ্ডে কালো পলিথিনে ব্যাগে মহিলার লাশ, ধর্ষণের পর খুনের অভিযোগ
উত্তরাখণ্ডের উধম সিং নগরের গদরপুরের এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। গদরপুরের মোহনপুর এক নম্বর গ্রামে এক নারীকে খুন করে লাশ ব্যাগে ভরে হাইওয়ের পাশে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার কথা কেউ জানতেই পারেনি৷ মহিলার লাশ দেখতে পায় কিছু শিশু৷ তারা হাইওয়ের পাশে ছাগল চড়াতে গিয়েছিল৷ ব্যাগ খুলে তারা রীতিমতো হতবাক হয়ে যায়। রক্তে ভেসে যাচ্ছিল সেই ব্যাগটি৷ এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যাগের মধ্যে মহিলার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন৷