আমেরিকা থেকে বিশ্বের বৃহত্তম জাহাজে করে ৭০ হাজার ৩০০ টন কয়লা এলো হলদিয়ায়

হলদিয়ায় এসে পৌঁছল বিশ্বের বৃহত্তম ড্রাইবাল্ক ক্লাসের জাহাজ৷ দীর্ঘ ১৫২ বছরের ইতিহাসে এরকম বড় জাহাজ ড্রাইবাল্ক ক্লাসের এর আগে কখনও আসেনি৷ হলদিয়া ডক থেকে ২৫ মাইন দূরে স্যান্ডহেডের কাছে নোঙর করেছে  এম ভি মিনেরাল ইয়াঙ্গফান নামে কেপসাইজ ক্লাসের এই জাহাজ। বন্দর সূত্রে খবর, এই জাহাজ প্রায় ৩০০ মিটার লম্বা, ৯০ মিটার চওড়া ও ৯.৩ মিটার নাব্যতা যুক্ত৷ এই জাহাজ হলদিয়া এসেছে কয়লা নিয়ে সেল এর জন্য৷ সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পোর্ট থেকে ৭০ হাজার ৩০০ টন কয়লা নিয়ে এসেছে এই জাহাজ। হলদিয়া বন্দরের ভাসমান ক্রেনের সাহায্যে কয়লা জাহাজ থেকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে বার্জে। সেই বার্জ চলে যাবে সেলের জন্য নির্দিষ্ট গন্তব্যে।

error: Content is protected !!