যৌন হেনস্তায় অভিযুক্ত  বিজেপি সাংসদ ব্রিজভূষণের স্থায়ী জামিন মঞ্জুর করল দিল্লি আদালত

যৌন নিগ্রহ মামলায় বড়সড় স্বস্তি পেলেন বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। বৃহস্পতিবার তার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন দিল্লির অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরজিত সিং যশপাল। শুধু ব্রিজভূষণ শরণ সিং-ই নন, তার স্যাঙাত তথা জাতীয় কুস্তি ফেডারেশনের বহিষ্কৃত সহকারী সচিব বিনোদ তোমরের জামিনও মঞ্জুর করা হয়েছে। আর স্থায়ী জামিন পাওয়ার পরেই একগাল হাসি মুখে আদালত চত্বর ছাড়লেন বিজেপি সাংসদ। জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংযের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে দিল্লিতে আন্দোলনে নেমেছিলেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকের মতো পদকজয়ী কুস্তিগিররা। গোটা দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল কুস্তিগিরদের আন্দোলন। চাপে পড়ে গত ১৫ জুন অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক হরজিত সিং যশপালের এজলাসে চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ। গত মঙ্গলবার সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আর্জি জানান জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি। ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ৪৮ ঘন্টার জন্য ব্রিজভূষণকে অন্তর্বর্তী জামিন দেন বিচারক। এদিন ফের মামলার শুনানিতে নিয়মিত জামিনের আবেদন জানান বাহুবলী বিজেপি সাংসদের আইনজীবী। আর ‍সঙ্গে সঙ্গে্ই জামিন আর্জি মঞ্জুর করেন বিচারক হরজিত সিং যশপাল। এদিনও ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। সেই সঙ্গে যৌন নিগ্রহে অভিযুক্ত বিজেপি সাংসদকে আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে না যাওয়ার শর্ত দেওয়া হয়েছে।

error: Content is protected !!