
রাষ্ট্রপতি পদে যশবন্ত সিনহার নাম প্রস্তাব বিরোধীদের একাংশের
বিরোধীরা সর্বসম্মত হয়ে এক প্রার্থী দাঁড় করাতে চেয়েছিলেন রাষ্ট্রপতি পদে। সেই মর্মে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে একটি বৈঠক হয়েছে। কিন্তু কে হবেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তাঁরা। একাধিক নামও প্রস্তাব করা হয়েছে মমতার তরফে ৷ কিন্তু এবার এক তৃণমূল নেতাকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করার প্রস্তাব এল ৷ যাঁদের নাম প্রস্তাব হয়েছিল, তাঁরা সম্মত না হওয়ায় এবার উঠেছে যশবন্ত সিনহার নাম। এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্বের সিংহভাগ উপস্থিত ছিলেন। সেখানে তৃণমূলের তরফে জানানো হয়েছে, যশবন্ত সিনহার নাম যদি সর্বসম্মতভাবে মেনে নেওয়া হয় তাদের আপত্তি নেই।যশবন্ত সিনহা বর্তমানে তৃণমূলের সহ সভাপতি। তিনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাঁর নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সামনে আসায় তৃণমূল তা কেমনভাবে নেবে সেটা যেমন একটা বিষয়, তেমনই সর্বসম্মতভাবে তা মেনে নেওয়া হয় কি না সেটাও দেখার। রাষ্টপতি নির্বাচন আগামী ১৮ জুলাই। ১৫ জুন থেকে মনোনয়ন দাখিল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দাখিল করা যাবে ২৯ জুন পর্যন্ত। ২১ জুলাই হবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার পালা।