সংস্কৃত স্কলারশিপ স্কিমে পড়ুয়াদের ৩০০ টাকার চেক বিলি করলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ! হাসির রোল নেটপাড়ায়
সংস্কৃত স্কলারশিপ স্কিম। সেই স্কিমের চেক বিলি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩০০ টাকার চেক বিলি করেছেন তিনি। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একেবারে ট্রোলের বন্যা। নানা জনে নানা কথা বলছেন। এমনকী নেটিজেনদের একাংশের দাবি, প্রচারের জন্য পড়ুয়াদের ব্যবহার করছে উত্তরপ্রদেশ সরকার। এনিয়ে উত্তরপ্রদেশের যোগী সরকারকে রীতিমতো তিরস্কার করা হয়েছে। রবিবার সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রাজ্যের সংস্কৃত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়েছে। আর সেখানে যোগী আদিত্যনাথ ৩০০ টাকার স্কলারশিপ বিলি করেছেন। এনিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আদিত্যনাথ সমস্ত অধ্যাপক, শিক্ষার্থী এবং অধ্যক্ষদের স্বাগত জানান। তিনি বলেন, দীপাবলির অনুষ্ঠানের ঠিক আগে স্কলারশিপ প্রকল্প চালু করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। দেশের ভাষা ও সংস্কৃতির জন্য এই উদ্বোধন খুবই গুরুত্বপূর্ণ।