
ফের উত্তপ্ত জগদ্দল, অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি, বোমা, আহত ১
দুষ্কৃতীদের নিশানায় বিজেপি নেতা অর্জুন সিং। বুধবার রাতে তাঁকে লক্ষ্য করে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। পালটা ধাওয়া করেন অর্জুন সিং ও তাঁর শাগরেদরা। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্তরা। আহত হন এক যুবক। জানা গিয়েছে, বুধবার রাতে মেঘনা মিলে শ্রমিকদের দু’পক্ষের মধ্যে অশান্তি বাঁধে ৷ সেই খবর পেয়ে সেখানে যান ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং ৷ এরপরই সেই অশান্তি বড় আকার নেয় বলে অভিযোগ ৷ গুলি ও বোমাবাজি হয় বলে অভিযোগ উঠেছে । বিজেপি নেতা অর্জুন সিংয়ের দাবি, “বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ আচমকা তিনি দু’রাউন্ড গুলির শব্দ পান। সেই সময় ঘনিষ্টদের সঙ্গে নিয়ে তিনি মজদুর ভবনেই বসেছিলেন ৷ গুলির শব্দ পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি। এরপর কয়েকজন ঘনিষ্ঠকে নিয়ে মেঘনা মোড়ের সামনে যান । সেখানে পৌছতেই দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।” প্রায় পাঁচ থেকে সাত রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি প্রাক্তন সাংসদের। এরপরই পালটা ধাওয়া করেন তাঁরা। অর্জুন সিংয়ের এও দাবি করেন, পুলিশের সামনেই দেদার গুলি চালায় অভিযুক্তরা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত জগদ্দল। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ভাটপাড়া পুরসভা এলাকার ১৮ নম্বর গলি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশের বিশাল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফও । এদিকে, গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ৷ পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে ৷ ঘটনার পর এলাকা থেকে বেশ কিছু কার্তুজের খোল এবং তাজা বোমা উদ্ধার হয়েছে ৷ এলাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী। যাতে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে না পারে। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।