মোটরসাইকেল চালানোর সময়ে পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে আহত কিশোর, আঘাত যৌনাঙ্গেও

মোটরসাইকেল চালানোর সময়ে পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ হয়। তাতেই গুরুতর আহত হয়েছে ১৯ বছরের এক কিশোর। মধ্যপ্রদেশের রাজগড় জেলার সারংপুরের ঘটনা। আঘাত লাগে তার যৌনাঙ্গেও। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছেআহত কিশোরের নাম অরবিন্দ। তার বাড়ি নাইওয়াড়া। স্থানীয় বাজার থেকে কেনাকাটা করার পরে বাড়ি ফিরছিল ওই কিশোর। সেখানকার একটি টোল বুথের কাছে তার পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ হয়। তার পরেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে পড়ে যায় ওই কিশোর। তার মাথা এবং শরীরের অন্যান্য অংশেও আঘাত লাগে। প্যান্টের পকেটে মোবাইল থাকায় আঘাত লাগে ওই কিশোরের যৌনাঙ্গেও। পুলিশ জানিয়েছেপ্রথমে সারংপুর হাসপাতালে চিকিৎসা হয় অরবিন্দের। পরে তাকে শাহজাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এখন স্থিতিশীল। ওই কিশোরের এক আত্মীয় জানিয়েছেনকয়েকদিন আগেই মোবাইল ফোনটি কিনেছিল অরবিন্দ। সারা রাত ধরে মোবাইল চার্জ করা হয়। বাজারে যাওয়ার সময়ে ফোনটি পকেটে রেখেছিল অরবিন্দ। তার এক ঘন্টার মধ্যেই ওই মোবাইল বিস্ফোরণ হয়। মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেই এই ঘটনা বলে ধারণা পুলিশের।

error: Content is protected !!