Latest Posts
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেসনেই নিষেধাজ্ঞা! রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতনবসন্ত উৎসবের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গলপরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণীহাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন!নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকারপোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিকভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখশিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডএবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়াস্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

‘উৎকর্ষ ওড়িশা-মেক ইন ওড়িশা কনক্লেভ ২০২৫’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘উৎকর্ষ ওড়িশা-মেক ইন ওড়িশা কনক্লেভ 2025’-এর চতুর্থ সংস্করণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী এবং ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পপতিদের উপস্থিতিতে শুরু হয় এই বাণিজ্য সম্মেলন ৷ চলবে 29 জানুয়ারি পর্যন্ত । পূর্বোদয় মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ওড়িশা সরকার তাদের রাজ্যকে দেশের শীর্ষ বিনিয়োগ গন্তব্য এবং শিল্পকেন্দ্র হিসেবে তুলে ধরার জন্য ফ্ল্যাগশিপ গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করেছে । প্রধানমন্ত্রী এদিন মেক ইন ওড়িশা প্রদর্শনীরও উদ্বোধন করেন ৷ সেই প্রদর্শনীতে শিল্প বাস্তুতন্ত্রের ক্ষেত্রে ওড়িশার প্রচেষ্টাগুলোকে তুলে ধরা হয়েছে । শিল্পপতি, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের একত্রিত হওয়ার এবং একটি পছন্দের বিনিয়োগ গন্তব্য হিসেবে ওড়িশা যে সুযোগ সুবিধেগুলি প্রদান করে, তা নিয়ে আলোচনা করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই বাণিজ্য সম্মেলন । এই সম্মেলনে বিভিন্ন সংস্থার সিইও এবং নীতি নির্ধারকদের মধ্যে গোলটেবিল বৈঠক, সেক্টরাল সেশন, বিটুবি মিটিং এবং নীতিগত আলোচনা হবে, যা বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের সঙ্গে লক্ষ্যগুলির মেলবন্ধনকে নিশ্চিত করবে । ভারত এবং অন্যান্য 12টি দেশের রাষ্ট্রদূত, বিনিয়োগকারী এবং শিল্পপতি-সহ সাত হাজারেরও বেশি প্রতিনিধি এই বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে । মেক ইন ওড়িশা 2025 ইভেন্টের ওয়েবসাইটের মাধ্যমে প্রায় 7500 জন শিল্প প্রতিনিধি তাঁদের নাম নিবন্ধন করেছেন । এসএল মিত্তল, ওম মঙ্গলম বিড়লা, অনিল আগরওয়াল, হিতেশ জোশী, টিভি নরেন্দ্রন, করণ আদানি, নবীন জিন্দাল, আইক্লান জিন্দালের মতো শিল্পপতিরা এই শীর্ষ সম্মেলনে উপস্থিত রয়েছেন । এখানে শতাধিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে । প্রাথমিক যে রিপোর্ট পাওয়া যাচ্ছে সেখানে দেখা যায়, জেএসপিএল রাজ্যে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে পারে । শিল্প সম্প্রসারণ প্রকল্প এবং আঙ্গুল ও দেওঘরে দুটি নতুন ইস্পাত কারখানা ঘোষণা করা হতে পারে । একইসঙ্গে বেদান্ত গ্রুপ ওড়িশায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে পারে । বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল সম্ভবত এটি ঘোষণা করবেন এই সম্মেলনে । এদিনই প্রধানমন্ত্রী মোদি দেরাদুনে 38তম জাতীয় গেমসের উদ্বোধনও করবেন । এবার উত্তরাখণ্ডে এর রজতজয়ন্তী বর্ষ আয়োজিত হচ্ছে এবং 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত আটটি জেলার 11টি শহরে অনুষ্ঠিত হবে 38তম জাতীয় গেমস ।

error: Content is protected !!