এলন মাস্কের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির

এলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ, ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর সঙ্গেও বৈঠক করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই, ভারতীয় সময় রাত আড়াইটে নাগাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির মেগা বৈঠক রয়েছে। মাস্কের সঙ্গে বৈঠকের কথা এক্স হ্যান্ডলে লিখতে গিয়ে মোদি লেখেন, ‘ওয়াশিংটনে এলন মাস্কের সঙ্গে অত্যন্ত চমৎকার একটি বৈঠক হয়েছে। নানা বিষয়ে কথা হয়েছে আমাদের। এর মধ্যে যেগুলি সম্পর্কে ওঁর প্যাশন রয়েছে, যেমন মহাকাশ, প্রযুক্তি, আবিষ্কার। আমি কথা বললাম ‘ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন’ প্রতিষ্ঠায় ভারতের প্রচেষ্টা সম্পর্কে।’ এরই পাশাপাশি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গেও এদিন বৈঠক হয় মোদির।

error: Content is protected !!