
ট্রেনে উঠতে না পেরে ভাঙচুর! বিহারের মধুবনী স্টেশনে আতঙ্কের পরিস্থিতি
ট্রেনে উঠতে না পেরে ভাঙচুর চালাল একদল যাত্রী। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বিহারের মধুবনী স্টেশনে। পূর্ণকুম্ভে যাওয়ার জন্য গতকাল, স্বতন্ত্রতা সেনানি সুপারফাস্ট এক্সপ্রেস ধরার জন্য ওই স্টেশনে ভিড় জমান প্রচুর যাত্রী। যদিও ওই ট্রেনটির ভিতরে আগে থেকেই যাত্রী ভর্তি ছিল। ট্রেনটির ভিতের এতজন যাত্রী ছিলেন যে প্রত্যেকটি বগির দরজাই খোলা অসম্ভব হয়ে যাচ্ছিল। উল্টোদিকে মধুবনী স্টেশনে কাতারে কাতারে যাত্রীরা অপেক্ষা করছিলেন ওই ট্রেনটিতেই উঠবেন বলে। কিন্তু উঠতে না পেড়ে বেজায় চটে যান যাত্রীরা। ট্রেনে ভাঙচুর চালাতে থাকেন তারা। একটি ভাইরাল ভিডিওতে(যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বর্তমান) দেখা গিয়েছে, স্টেশনে দাঁড়িয়ে থাকা ক্ষুব্ধ যাত্রীরা পাথর ছুড়ছেন স্বতন্ত্রতা সেনানি সুপারফাস্ট এক্সপ্রেসকে লক্ষ্য করে। আবার আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ওই ট্রেনের একটি বগির কাঁচ পুরো ভেঙে ফেলছে। এই পরিস্থিতিতে ট্রেনটির ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কি হয়ে পড়েন। যদিও ঘটনাস্থলে রেল পুলিসের দেখা পাওয়া যায়নি বলেই অভিযোগ। মূলত মাঘী পূর্ণিমা তিথিতে পূর্ণকুম্ভে পুণ্যস্নান করতে যাওয়ার জন্যই এই ভিড়। বিহারের জয়নগর থেকে ছাড়ে স্বতন্ত্রতা সেনানি সুপারফাস্ট এক্সপ্রেস। যেটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ হয়ে যায় নয়াদিল্লিতে।