দিল্লি নির্বাচনের দিনেই মহাকুম্ভে পুণ্যস্নান প্রধানমন্ত্রী মোদির, গায়ে গেরুয়া বসন এবং গলায় রুদ্রাক্ষের মালা

হাতে রুদ্রাক্ষের মালা, গায়ে গেরুয়া পোশাক- মহাকুম্ভে এসে সেভাবেই ত্রিবেণী সংগমে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে মহাকুম্ভে পৌঁছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বোটে করে সংগমে যান। কড়া নিরাপত্তার মধ্যেই সেখানেই পুণ্যস্নান সারেন প্রধানমন্ত্রী। রুদ্রাক্ষের মালা ধরে তাঁকে মন্ত্রোচ্চারণ করতে দেখা যায়। সংগমে দাঁড়িয়ে হাতজোড় করে প্রার্থনা করেন। চোখ বুজে প্রণাম করেন ভগবানকে। সূত্রের খবর, পুণ্যস্নানের পরে বিশেষ পুজোও করবেন প্রধানমন্ত্রী। পৌরাণিক গুরুত্বের কারণে যে প্রধানমন্ত্রী আজকের দিনটা বেছে নিয়েছেন, তা মানতে নারাজ আম আদমি পার্টি (আপ)। দিল্লির শাসক দলের বক্তব্য, রাজধানীতে যখন বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ-পর্ব চলছে, তখন প্রধানমন্ত্রী যে ত্রিবেণী সংগমে পুণ্যস্নান সারছেন, তা থেকে এটা স্পষ্ট যে একেবারে পরিকল্পনা করেই আজকের দিনটা বেছে নেওয়া হয়েছে। ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আপ।

error: Content is protected !!