‘দ্যা লাস্ট লেটার’ ছবির হাত ধরে পর্দায় ফিরছেন ‘ছোট বউ’ খ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জী

বর্তমান সময় বৃদ্ধাশ্রম বিষয়টি নিয়ে মানুষের মনে নানা ধারণা আছে। কারও কাছে বৃদ্ধাশ্রম বৃদ্ধ বাবা-মা-কে সুরক্ষিত আশ্রয় রেখে দেওয়া, অন্যদিকে কারও কাছে বৃদ্ধ বাবা-মা-কে বোঝা মনে করে দূরে ঠেলে দেওয়া। তবে বাবা-মায়েদের কাছে বৃদ্ধাশ্রম কী? কেমন কাটে এই বৃদ্ধাশ্রমে থাকা বাবা-মায়েরদের জীবন? এসব প্রশ্নের উত্তর দিতে আসছে ‘দ্যা লাস্ট লেটার’। ডি মুখার্জী পরিচালিত অভিরূপ মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবির শুটিং শুরু হতে চলেছে খুব শীঘ্রই। আজ তার প্রথম ঝলক উন্মোচনের অনুষ্ঠানের মাধ্যমে সে কথাই ঘোষণা করলেন প্রযোজনা সংস্থা। এই ছবির হাত ধরেই বহুদিন পর পর্দায় ফিরছেন ‘ছোট বউ’ খ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জী। এই ছবিতে মুখ্য ভীমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়িকা স্বয়ং। তিনি বলেন, ‘এই চরিত্র করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি পরিচালক এবং প্রযোজক যে আমাকে এই চরিত্রে ভেবেছেন তার জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞ।’ উল্লেখ্য, ইতিমধ্যেই অভিরূপ মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় পরিচালক ডি মুখার্জী আরও একটি ছবির শুটিং হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সেই ছবি মুক্তিও পাবে বলে এদিনের অনুষ্ঠানে জানানো হয়। এদিনের অনুষ্ঠানে সেই ছবির কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। এদিন প্রযোজক বাসুদেব রায় জানান,’ আমাদের সংস্থার মূল উদ্দেশ্য নতুন প্রতিভাদের তুলে ধরা। সে জন্যই আমাদের প্রত্যেক ছবিতেই আমরা পুরোনো অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি নতুন শিল্পীদেরও আমাদের ছবিতে বিভিন্ন চরিত্রে রাখছি। এর ফলে একদিকে যেমন নতুন প্রতিভাদের দর্শক চিনবে, তেমনি পুরোনোদের থেকে নতুনরা অনেক কিছু শেখার সুযোগও পাবে। পাশাপাশি ছবির গল্পে আমরা এমন বিষয় তুলে ধরার চেষ্টা করছে যাতে দর্শকের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যায়।’

error: Content is protected !!