নিউ অরলিনসে জঙ্গি হামলায় মৃত ১৫, এফবিআই জানাল ঘাতক প্রাক্তন সেনাকর্মী

আমেরিকার নিউ অরলিনসে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। আহত অন্তত ৩০। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ হামলা ঘটে নিউ অরলিনস শহরে। সবাই যখন আনন্দে ব্যস্ত, আচমকাই ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিয়ে দেয় ঘাতক। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। পরে পুলিশের গুলিতে মারা যায় ঘাতক শামসুদ–দিন জব্বর। এই হামলার নেপথ্যে ইসলামিক স্টেটস (‌আইএস)‌ যোগ রয়েছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা। কারণ ঘাতক গাড়িটিতে মিলেছে আইএসের পতাকা। উদ্ধার হয়েছে বন্দুক এবং বিস্ফোরক। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, হামলায় অভিযুক্ত ব্যক্তি আগে মার্কিন সেনাবাহিনীতে কাজ করত। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত তিনি সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিল। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসাবে কাজ করেছিল সে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!