প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা

প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। বয়স হয়েছিল ১০৩ বছর। গতকাল রাত ১১টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সারদা মঠের চতূর্থ অধ্যক্ষা ছিলেন। তাঁর নেতৃত্বে সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ সম্পন্ন হয়েছিল। প্রব্রাজিকা ভক্তিপ্রাণা স্বামী বিজ্ঞানানন্দের কাছে মন্ত্রপ্রাপ্ত ছিলেন। স্বামী বিজ্ঞানানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের শিষ্য। ভক্তিপ্রাণাই রামকৃষ্ণ দেবের কোনও পার্ষদের কাছে দীক্ষাপ্রাপ্ত শেষ ব্যক্তি ছিলেন। ভক্তিমূলক কার্যকলাপ ছাড়াও ধাত্রীবিদ্যায়ও বিশেষ পারদর্শী ছিলেন এই মাতাজি। তাঁর নেতৃত্বেই টালিগঞ্জে মা ও শিশুদের চিকিৎসাকেন্দ্র মাতৃভবন গড়ে ওঠে। আজ, তাঁর দেহ দক্ষিনেশ্বর সারদা মঠে সকাল ১০টা থেকে বিকেল ৩টে অবধি শায়িত থাকবে। তারপর কাশিপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শোকবার্তায় তিনি বলেন, ‘শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। প্রবীণা মাতাজি সন্ন্যাসিনী  সংঘকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁর মৃত্যুতে সংঘে ও বৃহৎ জনজীবনে গভীর আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক  শূন্যতার সৃষ্টি হল। এ ক্ষতি অপূরণীয়। শ্রী সারদা মঠের তথা রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনী ও ভক্তবৃন্দকে আমি আমার আন্তরিক সমবেদনা জানাই’। 

error: Content is protected !!