ফরাক্কায় রেল অবরোধ

সাতসকালে মুর্শিদাবাদে রেল অবরোধ। ফরাক্কার সাঁকোপাড়া হল্টকে পূর্ণাঙ্গ স্টেশন করার দাবি তুলে রেল অবরোধ করল বাসিন্দারা। এই স্টেশনে হাওড়া কাটিহার এক্সপ্রেসের স্টপেজের দাবি করছেন স্থানীয়রা। প্রায় হাজারখানেক মানুষ এদিন সকালে স্টেশন চত্বরে জড়ো হয়। রেলের কর্তা ও আরপিএফ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে তাঁরা রেললাইনে বসে পড়েছেন। অবরোধে আটকে রয়েছে মালগাড়ি। এলাকাবাসীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে রেল কর্তারা।

error: Content is protected !!