Latest Posts
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেসনেই নিষেধাজ্ঞা! রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতনবসন্ত উৎসবের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গলপরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণীহাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন!নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকারপোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিকভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখশিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডএবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়াস্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

‘বিপর্যয়’-এর বাজেটে যন্ত্রণা বাড়বে সাধারণের, মত রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল। বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ। পোষণ ২.০ প্রকল্পে প্রান্তিক এলাকার মহিলাদের জন্য বরাদ্দ বৃদ্ধি। নির্মলার তূণ থেকে একাধিক বাণ বেরিয়েছে অর্থ বাজেটে। মধ্যবিত্তের জন্য ‘যুগান্তকারী’ বাজেট বলে দাবি বিজেপির। পাল্টা তৃণমূলের দাবি, এই বাজেট আদতে ‘ধ্বংসাত্মক’। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের মতে, ‘এই বাজেট বিপর্যয়ের বাজেট। সাধারণ মানুষের যন্ত্রণা বাড়াবে।’ ২৪-এর লোকসভা নির্বাচনের পর নতুন কেন্দ্রীয় সরকারের প্রথম বাজেট পেশ হলো শনিবার। প্রত্যাশা মতো আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে এ বারের বাজেটে। উর্ধ্বসীমা বৃদ্ধি করে সাত লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা করা হয়েছে। তবে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত বলেন, ‘মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলিকেই গুরুত্ব দেওয়া হয়নি এই বাজেটে।’ তাঁর দাবি, আর্থিকভাবে পিছিয়ে থাকা জনসাধারণের সঙ্গে সম্পর্কযুক্ত সামাজিক সুরক্ষা খাতে ৫ শতাংশ বরাদ্দ ছাঁটা হয়েছে। খাদ্য সরবরাহের ক্ষেত্রেও ভর্তুকি ১ শতাংশ কমানো হয়েছে। যা আগামী দিনে ‘জীবনযন্ত্রণা’ বাড়াবে বলে মনে করছেন অমিত।  অমিত বলেন, ‘স্বাস্থ্যবিমায় জিএসটির হার নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হলো না। এর যৌক্তিকতা কী? বিমায় কর ছাড় অনেক বেশি প্রয়োজনীয় ছিল।’ উল্লেখ্য, জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে অমিত মিত্র বারবার স্বাস্থ্যবিমায় জিএসটির হার কমানোর ব্যাপারে প্রস্তাব রেখেছেন। এই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দু’বার চিঠিও পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমায় বিদেশি বিনিয়োগের বিষয়টির মধ্যে কোনও ‘ষড়যন্ত্র’ রয়েছে কিনা সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন অমিত মিত্র। কেন্দ্রের পোষণ ২.০ প্রকল্পের আওতায় ৮ কোটি শিশু, ১ কোটি অন্তঃসত্ত্বা ও প্রসূতির পাশাপাশি বয়ঃসন্ধিকালীন ২০ লক্ষ মহিলাকেও এবার আনা হল। এই প্রকল্পে বিশেষ জোর উত্তর-পূর্ব ভারতে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা। তবে দেশের মহিলাদের জন্য তা খুবই সামান্য বলে মনে করছেন অমিত মিত্র। নারী ক্ষমতায়নে বিশেষ নজর নেই এই বাজেটে, দাবি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীর।

error: Content is protected !!