
বেআইনি বহুতলের প্রতিবাদে ধর্মতলায় কংগ্রেসের কলকাতা কর্পোরেশন অভিযান
শহরের বুকে একের পর এক বহুতল হেলে পড়েছে । সেই সমস্ত হেলে পড়া বাড়ির বেআইনি নির্মাণের দায় কলকাতার মেয়রের উপরে চাপিয়ে তাঁর পদত্যাগ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে আজ কংগ্রেস কলকাতা কর্পোরেশন অভিযান করল । এই অভিযানের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার । শুরু থেকে পরিস্থিতি শান্ত থাকলেও পরবর্তী সময় উত্তপ্ত হতে শুরু করে। এদিন মিছিল কলকাতা কর্পোরেশনের সামনে এলেই এলিট গেটের অদূরে নিউমার্কেট থানার কাছে লোহার গার্ডরেল দিয়ে মিছিলের পথ আটকায় কলকাতা পুলিশ । সেখানে গার্ডরেল ধাক্কাধাক্কি করে ফেলে এগোনোর চেষ্টা করে কর্মীরা । কলকাতা কর্পোরেশন এলাকায় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন । সেখান থেকেই কংগ্রেস সভাপতি ঘোষণা করেন, তাঁদের একটি প্রতিনিধি দল কলকাতা কর্পোরেশনে গিয়ে মেয়র ফিরহাদ হাকিমের হাতে স্মারকলিপি তুলে দেবেন । যদিও কিছুক্ষণ পর পুলিশ ও কর্পোরেশনের তরফে জানানো হয়, মেয়র থাকবেন না ৷ বিক্ষোভকারীরা রিসিভিং সেকশনে এই স্মারকলিপি জমা দিতে পারেন । এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ শুভঙ্কর সরকার জানিয়ে দেন, মেয়র না-থাকলেও অন্য কোনও মেয়রিং কাউন্সিল সদস্য কিংবা পুর কমিশনার বা সচিবের হাতে স্মারকলিপি দেওয়া যেতে পারে ৷ নচেৎ তাঁরা প্রয়োজনে কলকাতা কর্পোরেশনে ঢুকবেন । তারপরেই পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা । সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের তুমুল ধস্তাধস্তি হয় । গার্ডরেলের একাংশ খুলে ফেলেন ৷ তারপরেই লাঠিচার্জ করেন পুলিশকর্মীরা ।