
মোহনবাগান ৩-০ হারালো কেরালাকে
কেরালাকে ৩-০ হারাল সবুজ-মেরুন বাহিনী। জোড়া গোল জেমি ম্যাকলারেনের। একটি আলবার্তোর। গোয়ার থেকে দশ পয়েন্টের ব্যবধান। আর মাত্র একটি জয়, তাহলেই টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ী হবে মোহনবাগান। সেই সঙ্গে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে আইএসএলের সেমিফাইনালেও উঠে গেল সবুজ-মেরুন বাহিনী। ম্যাচের আগে মোলিনা বলেছিলেন, পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে বাড়তি চাপ নিতে চান না। কিন্তু দলের ভিতরে যে বাড়তি তাগিদ কাজ করছে, সেটা ম্যাচের ২০ মিনিটের পরই টের পাওয়া গেল। অ্যাওয়ে ম্যাচে শুরুতে একটু সমস্যাতেই পড়েছিল মোহনবাগান রক্ষণ। তখন আদ্রিয়ান লুনাদের লাগাতার আক্রমণ আছড়ে পড়ছে। কিন্তু ফুটবল মাঠের প্রচলিত প্রবাদ, ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’। সেই পথই ধরল মোহনবাগান। যার শুরুটা করলেন লিস্টন কোলাসো। বাঁ প্রান্ত দিয়ে গতিতে তিনি ছিটকে বেরিয়ে যেতেই, গুটিয়ে যেতে বাধ্য হল কেরালা। ২৮ মিনিটে দুজন ডিফেন্ডারকে মাটি ধরিয়ে অনায়াসে ঢুকে গেলেন বিপক্ষের বক্সে। সেখান থেকে জেমিকে যে পাসটা দিলেন, সেখান থেকে গোল মিস করা কার্যত অসম্ভব। জেমি অবশ্য সেই ভুলটাই করতে যাচ্ছিলেন প্রথমবারে ঠিকভাবে রিসিভ না করতে পেরে। কিন্তু পরক্ষণেই জালে বল জড়িয়ে দিলেন।