সমঝোতা বজায় রাখুক নয়াদিল্লি ও ইসলামাবাদ, অজিত দোভালকে ফোনে অনুরোধ চিনের বিদেশমন্ত্রীর

সমঝোতা বজায় রাখুক নয়াদিল্লি ও ইসলামাবাদ ৷ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে এমনটাই আশা প্রকাশ করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ৷ সমঝোতার সিদ্ধান্ত নেওয়ার পর শনিবার সন্ধ্যায় কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান ৷ এই আবহে অজিত দোভালকে ফোন করেন চিনের বিদেশমন্ত্রী ৷ চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়ার খবর অনুযায়ী ফোনে ওয়াং জানান, আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করবে ভারত ও পাকিস্তান, এমনটাই আশা করে চিন ৷ নয়াদিল্লির কাছে ওয়াং ই-র অনুরোধ, পরিস্থিতি যেন আর উত্তপ্ত না-হয় ৷ পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করে অজিত দোভালকে তিনি জানান, চিন দুই দেশের মধ্য়ে সাম্প্রতিক সামঝোতাকে স্বাগত জানাচ্ছে ৷ দুই দেশের তথা আন্তর্জাতিক স্বার্থে শান্তি ও আলোচনার মাধ্যমে সমঝোতা বজায় রাখবে দুই দেশ, এমনটাই প্রত্যাশা চিনের ৷ শিনহুয়ার খবর অনুযায়ী, অজিত দোভালের সঙ্গে ফোনালাপে বিশ্বজুড়ে বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রসঙ্গও তুলে ধরেন ওয়াং ই ৷ তিনি জানান, ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ ৷ উভয় দেশ চিনের প্রতিবেশীও বটে ৷ বিষয়টি ভুলে গেলে চলবে না ৷ বহু কষ্টে এশিয়া শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা হয়েছে ৷ সুতরাং, শান্তি বজায় রাখা উচিত সকলের ৷ দুই দেশ যেন উত্তেজনা না-বাড়ায়, এই আশা চিনের ৷ তবে ভারত যে আগে থেকে কোনও পদক্ষেপ করেনি, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ৷ ওয়াংয়ের সঙ্গে ফোনালাপে তিনি জানান, ভারত কখনও যুদ্ধ চায় না ৷ তবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ৷ পহেলগাঁও হামলায় প্রাণ হারান একাধিক নিরীহ মানুষ ৷ তার বিরুদ্ধে পদক্ষেপ করার দায়বদ্ধতা রয়েছে ভারতের ৷ তবে, সমঝোতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও পাকিস্তান ৷ ভবিষ্য়তে শান্তি বজায় থাকবে, এমনটাই আশা ভারতের ৷ শিনহুয়ার খবর অনুযায়ী, এদিন ভারতের প্রতিনিধির পাশাপাশি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গেও কথা বলেন ওয়াং ই ৷ প্রতিবেশী হওয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ওয়াং ৷ তিনি জানান, চিনের বিশ্বাস পাকিস্তান তার মৌলিক এবং দীর্ঘমেয়াদী স্বার্থের সঙ্গে সঙ্গতিরেখে সিদ্ধান্ত নেবে ৷ অপরদিকে পাক বিদেশমন্ত্রী জানান, সীমান্তে শান্তি বজায় থাকুক চায় পাকিস্তানও ৷ তবে, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতায় কোনও আঘাত এলে তার যোগ্য জবাব দেবে পাকিস্তান ৷ অবশ্য, চিন যে কোনওরকম সন্ত্রাসবাদে সমর্থন করে না বলে জানিয়ে দিয়েছেন ওয়াং ই ৷ সেই সঙ্গে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের লড়াইয়ে পাকিস্তান সামনের সারিতে রয়েছে, সেকথাও মনে করিয়ে দেন চিনের বিদেশমন্ত্রী ৷