হাওড়া-আমতা শাখায় যান্ত্রিক গোলযোগ, ব্যাহত ট্রেন পরিষেবা

আমতা-হাওড়া রেল লাইনে বড়গাছিয়া থেকে আমতার মধ্যে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় বুধবার কিছু সময়ের জন্য ব্যাহত হল এই শাখায় ট্রেন চলাচল। রেলের পরিভাষায় এই ধরনের সমস্যাকে বলা হয় ‘ওয়েল্ডিং ফেলিওর’। তবে খবর পাওয়া মাত্রই রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা সেখানে পৌঁছে যান। মিনিট কুড়ির মধ্যে সমস্যা মেটানো হয়। রেলের এক পদস্থ কর্তা জানান, এই ধরনের সমস্যা রেল লাইনে হওয়াটা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। সহজেই সমাধানও করা যায়। এদিন এই সমস্যার জন্য যাত্রীদের তেমন কোনও ভোগান্তি হয়নি বলে দাবি করেন তিনি।

error: Content is protected !!