সুখবর! প্রাথমিকে নিয়োগের উপর জারি স্থগিতাদেশ প্রত্য়াহার করল হাইকোর্ট

অবশেষে রাজ্যের প্রাথমিক টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগে আইনি জট কাটল। কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। ফলে এই মুহূর্তে যে ১৬ হাজার ৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের কাজ চলছিল, তাতে আর কোনও বাধা রইল না। ইতিমধ্যে যাঁরা নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদেরও আর অনিশ্চয়তা রইল না। ভোটের আগে হাই কোর্টের এই রায়ে যেমন প্রাথমিক শিক্ষক মহলে খুশির হাওয়া, তেমনই স্বস্তিতে রাজ্য সরকারও। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী দু’সপ্তাহের মধ্যেই প্রকাশ করতে হবে প্রাথমিকের প্য়ানেল ৷ বৃহস্পতিবারের নির্দেশ মোতাবেক, উল্লেখিত সময়সীমার মধ্যেই সমস্ত ডিআই, ডিপিএসসি ও কাউন্সিল অফিসে টাঙাতে হবে প্য়ানেলভুক্ত চাকরিপ্রার্থীদের নামের তালিকা ৷ প্রসঙ্গত, এর আগে ১৫ হাজারেরও বেশি পদে নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ ৷ কিন্তু সেই মেধাতালিকায় অস্বচ্ছতার অভিযোগে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেইসব মামলার পরিপ্রেক্ষিতেই গত ২২ ফেব্রুয়ারি প্রাথমিকে নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷ বিচারপতি ভরদ্বাজ জানান, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জারি থাকবে স্থগিতাদেশ ৷ ফলে 16 হাজার 500টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে যায় ৷ আতান্তরে পড়ে যান চাকরিপ্রার্থীরা ৷ বৃহস্পতিবার সেই স্থগিতাদেশ উঠে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরল তাঁদের ৷

error: Content is protected !!